আগামীকাল আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নেত্রকোনায় নয়জন নারীকে সন্মাননা প্রদান করা হয়েছে। নেত্রকোনার তৃণমূল পর্যায়ের চারজন ও প্রশাসনের উর্ধতন পাঁচজন নারী কর্মকর্তাকে এই সন্মাননা প্রদান করে স্বাবলম্বী উন্নয়ন কর্মসূচি।
মুজিববর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংগঠন স্বাবলম্বী। শহরের মালনী এলাকার শিবগঞ্জ রোডের স্বাবলম্বী কার্যালয় প্রাঙ্গণে শনিবার সন্ধ্যায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি রওশন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালী।
সন্মানিতরা হলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিহা সুলতানা, সদরের নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌসী বেগম, নেত্রকোনা জেলা কারাগারের ফারহানা আক্তার, মৌগাতি ইউনিয়নের গ্রাম নারী দলের সদস্য মাজেদা আক্তার, মেদিনী ইউনিয়নের সাজেদা আক্তার, চল্লিশা ইউনিয়নের কুলসুমা আক্তার ও রৌহা ইউনিয়নের শামছুন্নাহার বেগম।
আলোচনা সভার পূর্বে সন্মানিতজনদের হাতে স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া। এর আগে, সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পরবর্তীতে স্বাবলম্বীর শিশুদের আঁকা ছবি অতিথিদের হাতে তুলে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক