নাটোরে সড়ক দুর্ঘটনায় বিলকিস নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে নাটোর পিটিআই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিলকিস দিয়ারভিটা এলাকার স্বপনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিলকিস নামে ওই গৃহবধূ রাস্তা পার হবার জন্য নাটোর-রাজশাহী মহাসদকের পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক পিকআপটিকে আটক করতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম