ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা গ্রামের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
জানা গেছে, শুক্রবার দুপুরে নেপা প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের বৃদ্ধ আবু বক্কর ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে লোকজন ছুটে এলে তিনি পালিয়ে যান। রাতে স্থানীয় গ্রামবাসী সালিশের আয়োজন করলে সেখান থেকে পুলিশ বৃদ্ধকে আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিব হোসেন বলেন, শনিবার আসামিকে আদালতে হাজির করা হয়েছে এবং ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝিনাইদহ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন