বাগেরহাটের মোংলা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে স্বামীকে দা দিয়ে কুপিয়ে আহতের পর শনিবার দুপুরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের নাম মো. তরিকুল ইসলাম (৩৫)। পৌর শহরের বটতলার মুন্সিপাড়া এলাকার তরিকুলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মোংলা থানার এস আই মো. জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার মধ্য রাতে তরিকুল ইসলাম তার বাড়িতে ফিরলে স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্ত্রী দা দিয়ে স্বামী তরিকুলকে আঘাত করেন। পরে তরিকুলের চিৎকারে প্রতিবেশীরা সেখান থেকে তাকে উদ্ধার করে মোংলা হাসপাতালে ভর্তি করে।
পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ৩টার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শনিবার দুপুরে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্ত্রী হীরা পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন