মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া মহাসড়কে পুরাতন ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত ছয়জনের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
শনিবার দুপুর পৌণে ২টার দিকে উপজেলার মাওয়াগামী তাজ আনন্দ পরিবহনের সাথে ঢাকাগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, দুইজন নিহত হয়েছে। আহতদের ঢাকা পাঠানো হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভুইয়া জানান, নিহত দুইজনের মধ্যে একজন জাহিদ (৩২), অন্যজন অজ্ঞাত (মাইক্রোবাস চালক)। আহতরা হলেন, খসরু (৩৫), রেজুয়ান (৩৪), সামসুল হক বান্টি (৩৩), সায়েম (৩২) ও মাহি (৩৫)।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন