বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের মূল ফটকের বিপরীতে পৌরসভার স্থায়ী আবর্জনার ভাগাড় (সাব ডাম্পিং স্টেশন) সরানোর দাবিতে প্রায় দু’ঘণ্টা সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১২টায় বগুড়া শহরের সেউজগাড়ি পানির ট্যাংকি এলাকায় অবস্থিত বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করে।
সড়ক অবরোধ করে বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালে সদর থানা পুলিশের আশ্বাসে তারা বিদ্যালয়ে ফিরে যায়। জানা গেছে, পৌরসভার ৮নং ওয়ার্ডে অবস্থিত এই স্থায়ী আবর্জনার ভাগাড় (সাব ডাম্পিং স্টেশন) এর ১০ গজের মধ্যে ২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১০০ গজের মধ্যে রয়েছে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি গণগ্রন্থাগার, জনবহুল আবাসিক এলাকা ও পৌর পার্ক।
বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান পৌরসভার স্থায়ী আবর্জনার ভাগাড় (সাব ডাম্পিং স্টেশন) সরানোর জন্য বেশ কয়েকবার লিখিত আকারে পৌরসভার কাছে আবেদন করা হলেও তার কোনও সদুত্তর পাওয়া যায়নি। বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে আবর্জনার দূর্গন্ধের জন্য। দুর্গন্ধের জন্য বেশ কয়েকটি শ্রেণিকক্ষ পাঠদান বন্ধ করা হয়েছে। এতে করে শিক্ষার্থীদের সঠিক পাঠদানে শিক্ষকদের সমস্যা হচ্ছে। অতিদ্রুত পৌরসভার স্থায়ী আবর্জনার ভাগাড় (সাব ডাম্পিং স্টেশন) সরানো না হলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঠিক পাঠদান ব্যাহত হবে এবং শিক্ষার্থীরাও স্বাস্থ্যহীনতায় ভূগবে বলেও তিনি জানান।
মানববন্ধনে শিক্ষার্থী রাকিব, আপন, আলিফ, নুর, সাদিয়া, তহমিনা, আফরোজা ও রিমা জানায়, বিদ্যালয়ের মূল ফটকের নিকটে হওয়া এই আবর্জনার ভাগাড়ের কারণে রোগজীবাণু বাতাসে মিশে তারা অসুস্থ হচ্ছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো আবর্জনার দুর্গন্ধ প্রবেশ করায় পাঠদান ব্যাহত হচ্ছে। তারা বিদ্যালয়ে এসে অসুস্থ অনুভব করে।
সেউজগাড়ি পানির ট্যাংকির আবাসিক এলাকার ডা. তানসেন ও আকবর আহমেদ জানান, বেশ কয়েকবার আবেদন করা হয়েছে পৌরসভায় মৌখিক ও লিখিতভাবে। তবে তার কোন প্রতিকার পাওয়া যায়নি। এই আবাসিক এলাকার মানুষ প্রতিনিয়ত দূষিত বায়ুবাহিত রোগে ভুগছে। পৌরসভার স্থায়ী এই আবর্জনার ভাগাড় না সরানো অবদি বায়ুবাহিত রোগের চিকিৎসা করে কোন লাভ হবে না। কারণ আবর্জনার ভাগাড় থেকে সর্বদা দূষিত বায়ু নির্গত হচ্ছে। অতিদ্রুত এই আবর্জনার ভাগাড় বন্ধ করে দিতে হবে।
বগুড়া পৌসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহীম হোসেন জানান, বগুড়া পৌরসভা আবর্জনার ভাগাড় (সাব ডাম্পিং স্টেশন) স্থাপন করার পর থেকে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পৌর মেয়রকে তিনি বিষয়টি অবহিত করেছেন। এবং আবর্জনার ভাগাড় বন্ধ করে দেয়ার জন্য বলেছেন। তবে ৮নং ওয়ার্ডে এই আবর্জনার ভাগাড় হলেও সেখানে পৌর এলাকার ৭নং ও ৯নং ওয়ার্ডের ময়লা আবর্জনা এনে ফেলা হয়।
বিডি-প্রতিদিন/শফিক