দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের বিরলে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে লাবু ও রাব্বী নামে দু’জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কে বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের তেঘরাবাজার দিঘী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লাবু (২৫) বিরল উপজেলার চককাঞ্চন (নতুনপাড়া) গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র ও রাব্বী (২৫) বিরলের তেঘরা (মহেশপুর) গ্রামের মতিউর রহমানের পুত্র। তারা দু’জনেই মোটরসাইকেল আরোহী ছিলেন।
বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব সত্যতা নিশ্চিত করে জানান, বোচাগঞ্জ থেকে আসা দিনাজপুরগামী একটি অ্যাম্বুলেন্স অপরদিক থেকে আসা মোটরসাইকেল আরোহীরা তেঘরা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়।
বিডি-প্রতিদিন/শফিক