ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ পরিবেশন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা শিশু একাডেমির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জায়িদ ইমরুল মোজাক্কিন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা কাজী আরিফুজ্জামান, বাংলাদেশ বেতারের উপস্থাপক সজিব দত্ত।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা জানান,বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতায় দুই গ্রুপে ৬ জন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার তিন গ্রুপে ৯ জনকে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম