বরিশালে শিশু একাডেমির উদ্যোগে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসনের সহায়তায় বরিশাল শিশু একাডেমির অস্থায়ী কার্য়ালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও শিশু একাডেমির সভাপতি এসএম অজিয়র রহমান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, শিশু সংগঠন জীবন কৃৃষ্ণ দে এবং সংস্কৃতিকর্মী ও আবৃত্তিকার সুজয় সেন বিশেষ অতিথি ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্য অতিথি, অংশগ্রহণকারীবৃন্দ, অভিভাবক ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য ও বিভিন্ন দিক তুলে ধরেন। পরে পরে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার