বরিশাল নগরীর সদর রোড ও রূপাতলী বাস টার্মিনালে পৃথক অভিযান চালিয়ে রোগীর দালাল চক্রের ৯ জন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নগর গোয়েন্দা পুলিশের অভিযানে আটক হয় তারা।
নগরীর সদর রোড থেকে আটককৃতরা হলো- জেলার মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মৃত রশিদ সরদারের ছেলে মো. মনির সরদার (৪৮), সদর উপজেলার চরআবদানী গাজি বাড়ির মৃত খালেক খানের ছেলে আ. রশিদ খান (৪৫), জেলার উজিরপুরের গুটিয়ার বৈরাগী এলাকার মৃত ওসমান আলী খানের ছেলে মো. হাবিবুর রহমান খান (৫০) ও বাকেরগঞ্জের হানুয়া গ্রামের মৃত মোক্তার আলী নিগামানের ছেলে জামাল নিগামান (৪৯) এবং পটুয়াখালী সদরের আউলিয়াপুরের মৃত মোন্তাজ মোল্লার ছেলে মো. আজাহার মোল্লা (৬০)।
শনিবার বিকেলে রূপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে আটককৃতরা হলো- নগরীর পলাশপুরের ৮ নম্বর গলির মৃত চাঁন মৃধার ছেলে মো. শাহীন মৃধা (৫৩), বাকেরগঞ্জের নলুয়ার চরগজালিয়া গ্রামের প্রয়াত সুরেন দাসের ছেলে তপন দাস (৩৫), বরগুনার পাথরঘাটার লেমুয়া গ্রামের রত্তন হাওলাদারের ছেলে মো. স্বপন হাওলাদার (৩৮) এবং সদর উপজেলার চাঁনপুরার হিজলতলা গ্রামের মৃত গগন আলী মোল্লার ছেলে মো. নুর ইসলাম (৪৩)।
পৃথক অভিযানে আটক ৯ জনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে শনিবার রাতে নগর গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার