কুমিল্লায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কুমিল্লা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, জেলা পডিরষদ চেয়ারম্যান মো. আবু তাহের ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নগরীর রামঘাট এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইলিয়াস মিয়া,আলকাসুর রহমান ও সাজ্জাদ হোসেন স্বপন প্রমুখ। এদিকে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, শিক্ষক সমিতি, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, আবাসিক হল ও বিভাগসমূহ।
বিডি প্রতিদিন/এ মজুমদার