বরিশালের গৌরনদীতে বিয়ের দাবীতে সহকারী শিক্ষক প্রেমিকের বাড়িতে অনশনরত কলেজ ছাত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ৮টার দিকে ওই উপজেলার শরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে প্রেমিকের বাড়িতে অনশনরত প্রেমিকার ওপর হামলা চালানো হয়। হামলার শিকার ওই ছাত্রী পাশ্ববর্তী সাকোকাঠী গ্রামের আজমল হাওলাদারের মেয়ে এবং বরিশাল বিএম কলেজের স্নাতক ৩য় বর্ষের ছাত্রী।
ঋতু আক্তার নামে ওই ছাত্রী জানান, ২ বছর আগে ফেসবুকের মাধ্যমে উপজেলার শাহজিরা গ্রামের হুমায়ুন খানের ছেলে সবুজ খানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে প্রতিনিয়ত তাদের মধ্যে যোগাযোগ হতো। অতিসম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেমিক সবুজ খানের চাকুরি হওয়ার পর তাকে (ঋতু) প্রেমিকা হিসেবে অস্বীকার করে সবুজ অন্যত্র বিয়ে করার পাঁয়তারা শুরু করে। বিষয়টি জানতে পেরে তিনি শুক্রবার বিকেল ৪টা থেকে বিয়ের দাবীতে প্রেমিক সবুজ খানের বাড়িতে অনশন শুরু করেন।
ওই দিন রাত ৮টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নামধারী মনির শিকদার তাকে (ঋতু) মারধর করে সবুজ খানের বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
কলেজ ছাত্রীর মা তানজিলা বেগম জানান, বিভিন্ন সময়ে তার মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হলেও সবুজের সাথে প্রেমের বিষয়টি এলাকায় জানাজানি হওয়ায় একাধিকবার তার মেয়ের বিয়ে ভেঙ্গে যায়। সামাজিক ভাবেও তারা এলাকায় হেয় প্রতিপন্ন হচ্ছেন। তার কন্যার সাথে দির্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক করে এখন অস্বীকার করছে সবুজ খান। এ ঘটনায় মামলা দায়েরের কথা জানান তিনি।
অভিযুক্ত স্কুল শিক্ষক সবুজ খানের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার