ফেনীতে ভুল চিকিৎসায় ফারহানা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে বেসরকারি প্রতিষ্ঠান চিশতিয়া মা ও শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ভুক্তভোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালায়। একপর্যায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের স্বজনরা জানান, দুপুরে স্থানীয় এক দালালের পরামর্শে ফারহানা আক্তার নামে ওই প্রসূতি নারীকে স্বজনরা হাসপাতালটিতে ভর্তি করায়। বিকেলে কর্তব্যরত চিকিৎসক প্রসূতি ফারহানার দ্রুত সিজার করতে হবে বলে অপারেশন থিয়েটারে নেয়। একপর্যায় তার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে হাসপাতাল কর্তৃপক্ষ তার অবস্থা গুরুতর বলে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু রোগীকে সেখানে নেয়ার পথে মৃত্যুবরণ করে।
খবর পেয়ে ভুক্তভোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালালে কৌশলে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত ফারহানা জেলার দাগনভুইয়া উপজেলার রাজাপুর ইউনিয়নের বেপারী বাড়ির জুলহাস এর স্ত্রী।
বিডি প্রতিদিন/হিমেল