কুমিল্লার লাকসামে নৃত্যম নৃত্যকলা ও সঙ্গীত একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষে ‘প্রতিদিন তোমায় দেখি সূূর্য রাগে’ শীর্ষক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার মধ্যরাত পর্যন্ত বিপুল সংখ্যক শিল্পী দলে দলে নৃত্য প্রদর্শন করে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম হিরা, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, গোলাম রাব্বানী মজুমদার, আবদুর রব মজুমদার, কে.বি.এম মাহবুবুর রহিম, আমিনুল ইসলাম, ফারুক আল শারাহ, আবদুল আউয়াল, দুর্জয় সাহা, তোফাজ্জল হোসেন, আবদুল কাদের, সাইফ খান, ওমর ফারুক প্রমুখ।
নৃত্যশিল্পীরা নাচে নাচে দর্শকদের মাতিয়ে তুলে। অনুষ্ঠানে কেককাটা উৎসবের পাশাপাশি আমন্ত্রিত অতিথি ও নৃত্যশিল্পীদের পুরস্কার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা