নওগাঁ সদর উপজেলার ঝিকড়া এলাকা থেকে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নওগাঁ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার রাতে তাদেরকে আটক করা হয়। নওগাঁ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার কুজপাড়া গ্রামের শাহিন হোসেন (২৬) ও একই উপজেলার দাসকান্দি গ্রামের বকুল হোসেন (২৭)।
নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম শামসুদ্দিন বলেন, মাদকের একটি বড় চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা সদর উপজেলার বর্ষাইল এলাকা থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছে এমন গোপন তথ্য পুলিশের কাছে ছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার নির্দেশে ডিবি পুলিশের এসআই মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার বর্ষাইল-হাঁপানিয়া সড়কের ঝিকড়া এলাকায় সেতুর কাছে শনিবার দিবাগত রাত ১১টা থেকে অবস্থান নেয়। রাত ১২টার দিকে ইলেক্ট্রিক ব্যাটারিচালিত অটোরিকশাকে (ইজিবাইক) বর্ষাইল-হাঁপানিয়া সড়কের ঝিকড়া সেতু এলাকায় থামার নির্দেশ দেয় পুলিশ। পরে ওই ইজিবাইকে তল্লাশি চালিয়ে পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই ইজিবাইকে থাকা শাহিন হোসেন ও বকুল হোসেন নামে দুই যাত্রীকে মাদক ব্যবসায়ী সন্দেহে আটক করা হয়। উদ্ধার হওয়া চার কেজি গাঁজার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।
তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ