খাগড়াছড়িতে ২০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ শেষ হয়েছে। রবিবার খাগড়াছড়ি স্টেডিয়াম জিমনেসিয়ামে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাবিব উল্লাহ মারুফ।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আমিজ উল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, যুগ্ম-সম্পাদক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য আজহার হীরা, উশু প্রশিক্ষক মোঃ ইসমাইল প্রমুখ।
উল্লেখ্য, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় বাংলাদেশ উশু ফেডারেশন আয়োজিত এই প্রশিক্ষণে ৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতে উশু ডিসপ্লে প্রদর্শণ এবং শেষে সনদপত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল