বগুড়ার শাজাহানপুর উপজেলায় বেড়াগাড়ী এলাকায় ছুরিকাঘাতে আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। নিহত আব্দুল হাকিম (৬০) উপজেলার গোহাইল ইউনিয়নের বেড়াগাড়ী গ্রামের মৃত হাছেন আলীর পুত্র। সে ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
গতকাল শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেড়াগাড়ী এলাকায় রাস্তার উপর এ ঘটনা ঘটে। গুরুতর আহত আব্দুল হাকিমকে অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে দূর্বৃত্তরা আব্দুল হাকিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে শজিমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু জানান, নিহত আব্দুল হাকিম ঐ এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ