বরগুনা জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে।
র্যালিতে অংশগ্রহন করে পুলিশের ভিকটিম সার্পোট সেন্টার, জাগো নারী রিকল প্রকল্প, আর ডি এফ নার্সিং ট্রেনিং সেন্টার,মহিলা সংস্থা, মহিলা সমিতি, এলজিইডি স্ব নাক, সরকারী মহিলা কলেজ, রেডক্রিসেন্টএডাব সহ বিভিন্ন সংগঠন।
র্যালি শেষে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর মোহম্মদ সজল।
আলোচনায় অংশগ্রহন করেন উপ-পরিচালক মহিলা অধিদপ্তর মেহেরুন নাহার মুন্নী, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাঁসি, মহিলা পরিষদের সহ- সভানেত্রী নিগার আজাদ, মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, মুক্তিযুদ্ব ৭১ সেক্টর কমানান্ডার্স ফোরামের সভাপতি, আনোয়ার হোসেন মনোয়ার, মুক্তিযোদ্বা আঃ মোতালেব মৃধা, সাংবাদিক মনির হোসেন কামাল প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ