কক্সবাজারের টেকনাফে নৌ-পুলিশের সহযোগিতায় শাহপরীর দ্বীপে নাফনদীর মোহনায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকার মূল্যের অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পোড়ানো হয়েছে।
গতকাল শনিবার ( ৭মার্চ) রাতে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ নাফনদীর মোহনা থেকে উদ্ধার করা এ কারেন্ট জাল রাতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানে নেতৃত্বে দেন টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন।
তিনি বলেন, অবৈধভাবে সমুদ্রে মৎস আহরণের অভিযোগে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। এসময় উপস্থিত ছিলেন,নৌ পুলিশের এসআই ইন্দ্রজিৎ ও এএসআই মিরাজসহ অন্যান্য কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ