জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ রবিবার টুঙ্গীপাড়া উপজেলা হলে একদিনের ফ্রি হার্ট ক্যাম্পের আয়ােজন করা হয়েছে।
হার্ট ক্যাম্পটি উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
উদ্বোধনী অনুষ্ঠানে গােপালগঞ্জ জেলা প্রশাসক, সিভিল সার্জন, টুঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যানসহ অনেক গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। হার্ট ক্যাম্পে উপজেলার ১৭টি কমিউনিটি ক্লিনিক থেকে রেফার করা রােগী ও মুক্তিযােদ্ধাসহ সাড়ে তিনশত রােগীকে ইসিজি এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে রােগ নির্ণয় করে, প্রেসক্রিপশন ও পরামর্শ প্রদান করা হয়।
ফ্রি হার্ট ক্যাম্পটির যৌথ আয়ােজক স্বনামধন্য কার্ডিওলজিস্ট অধ্যাপক আফজালুর রহমান, সহযােগী কার্ডিওলজিস্টবৃন্দ ও টুঙ্গীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান “শেখ হাসিনা স্বাস্থ্য সেবা” প্রকল্প বাস্তবায়নে নিয়ােজিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মেডিকেয়ার জাপান।
বিডি প্রতিদিন/ফারজানা