রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকবৃন্দের দাবীর প্রেক্ষিতে বিদ্যালয়টির নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তন করে বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তর সুত্র বিষয়টি জানিয়েছে।
জানা গেছে, ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের দাবীর প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের কর্মকর্তাবৃন্দ সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন এবং তাদের মতামত নেন। তারা বিদ্যালয়ের নাম পরিবর্তনের মতামত দেন।
চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, দিনাজপুর এ মতামতের সাথে একমত পোষণ করেন এবং শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয় নামকরণের বিষয়ে সুপারিশসহ মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করে। তার সুপারিশের ভিত্তিতে আজ এ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা