মাগুরায় সব ধরনের সভা, সেমিনার, মিটিং, সামাজিক অনুষ্ঠান, গণজমায়েত, ধর্মীয় অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন মাগুরার জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুরে এক গণবিজ্ঞপ্তিতে মাগুরার জেলা প্রশাসক ড: আশরাফুল আলম এ নির্দেশ দিয়েছেন।
গনবিজ্ঞপ্তিতে একই সাথে সকল প্রকার কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার ও কোচিং সেন্টার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মাগুরার জেলা প্রশাসক ড: আশরাফুল আলম।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ