৩০ মার্চ, ২০২০ ১৪:০৫

লাকসামে করোনা সচেতনতায় তৎপর ভিক্টোরি অব হিউম্যানিটি

লাকসাম প্রতিনিধি

লাকসামে করোনা সচেতনতায় তৎপর ভিক্টোরি অব হিউম্যানিটি

কুমিল্লার লাকসামে করোনাভাইরাস সচেতনতায় তৎপর শিক্ষার্থীদের মানবিক সংগঠন ‘ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন’। করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে লিফলেট ও মাস্ক বিতরণ, বেসিন স্থাপন, জীবানুনাশক স্প্রে, সামাজিক দূরত্ব বজায় রাখতে সুরক্ষারেখা এবং পথশিশুদের মধ্যে খাবার বিতরণ সহ বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখে সাড়া জাগিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। 

জানা যায়, বাংলাদেশে করোনার প্রভাব শুরু হওয়ার পরপরই লাকসামে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পীর নেতৃত্বে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লাকসামে ১০ হাজার লিফলেট বিতরণ, শ্রমজীবি মানুষের মধ্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ, জনবহুল স্থানে কয়েকটি হ্যান্ডওয়াশিং বেসিন স্থাপন, গুরুত্বপূর্ণ স্থান ও যানবাহনে তিন হাজার লিটার জীবানুনাশক স্প্রে, সামাজিক দূরত্ব বজায় রাখতে ফার্মেসি, মুদি, কাঁচাবাজার ও ব্যাংকের সামনে সুরক্ষারেখা (লেভেল মার্কিং), শতাধিক পথশিশুর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

প্রতিদিনই সংগঠনের স্বেচ্ছাসেবীরা যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ সহ বিভিন্ন বাসা-বাড়িতে জীবানুনাশক ছিটানো অব্যাহত রেখেছে। সহসা শ্রমজীবি মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ সহ করোনা প্রতিরোধক আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে তাদের। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর