৩১ মার্চ, ২০২০ ১৬:২৫

সিংড়া পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ 'হোম সার্ভিস'

নাটোর প্রতিনিধি:

সিংড়া পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ 'হোম সার্ভিস'

যে কোণ পণ্যের প্রয়োজনে হটলাইনে ফোন করলেই স্বেচ্ছাসেবীরা  বাজার নিয়ে পৌঁচ্ছে যাচ্ছেন পৌরবাসীর দোড়গোড়ায়। পৌরবাসী স্বেচ্ছাসেবকদের পণ্য এবং ক্রয়ের রশীদ বুঝে নিয়ে মূল্য পরিশোধ করছেন। এজন্য অতিরিক্ত কোন সর্ভিস চার্জ দিতে হচ্ছে না। সোমবার থেকে পৌর মেয়রের 'চলো হোম সার্ভিস'টি ব্যাপক সাড়া জাগিয়েছে।

 
সিংড়ার পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাঈদ আহম্মেদ পলকের পরামর্শে নাটোরে সিংড়া পৌর এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত এবং জনসাধারণকে ঘরে রাখার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য পৌরবাসীর দরজায় পৌঁছে দেওয়ার জন্য পৌরসভার পাবলিক টান্সপোর্ট 'চলো' বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে । 'চলো' সার্ভিসের হটলাইন ০১৭০৭০০১১২২ নম্বরে কল দিয়ে বললেই বাজরের দামে পণ্য পৌচ্ছে দিবে স্বেচছাসেবকরা। এজন্য তাদের অতিরিক্ত কোন সার্ভিজ চার্জ দিতে হবে না ।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর