৬ এপ্রিল, ২০২০ ০৩:৪০

নাঙ্গলকোটে চিতাবাঘের শাবক আটক

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

নাঙ্গলকোটে চিতাবাঘের শাবক আটক

কুমিল্লার নাঙ্গলকোটে জীবিত ও অক্ষত অবস্থায় একটি চিতাবাঘের শাবক (বাচ্চা) আটক করা হয়েছে। 

শনিবার উপজেলার পাটোয়ার গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইমাম অত্যন্ত সুকৌশলে স্থানীয়দের সহযোগিতায় ফসলি জমি থেকে চিতাবাঘের শাবকটি আটক করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে স্থানীয়রা পাটোয়ার গ্রামের একটি গাছে প্রথমে চিতাবাঘের শাবকটি দেখতে পায়। পরে ইমাম হোসেন স্থানীয়দের সহযোগিতায় শাবকটি আটকের চেষ্টা করলে গাছ থেকে পার্শ্ববর্তী একটি ফসলি জমিতে (ধান ক্ষেতে) লুকিয়ে যায়। পরে এলাকার বিপুল সংখ্যক মানুষ একত্রিত হয়ে অত্যন্ত সুকৌশলে ফসলি জমি ঘেরাও করে জীবিত ও অক্ষত অবস্থায় চিতাবাঘের শাবকটি আটক করতে সক্ষম হয়। 

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চারদিক থেকে উৎসুক জনতা তা দেখতে ভীড় জমায়। চিতাবাঘের শাবকটি দেখতে অত্যন্ত সুন্দর। ইমাম হোসেন তার হেফাজতে খাচায় বন্দী রেখে চিতাবাঘটির যত্ন নিচ্ছে। হঠাৎ চিতাবাঘ আটকের খবরটি এলাকায় বেশ কৌতুলের সৃষ্টি করে।  

ইমাম হোসেন বলেন, চিতাবাঘটি জীবিত ও অক্ষত অবস্থায় আটক করতে পেরে ভালো লাগছে। এটি দেশের সম্পদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে আমি যে কোনো সময় চিতাবাঘটি হস্তান্তরে রাজি আছি।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর