৮ এপ্রিল, ২০২০ ২২:৪৪

খুলনায় জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে, উদ্বিগ্ন এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে, উদ্বিগ্ন এলাকাবাসী

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে খুলনার কয়রা উপজেলার দশালিয়ার জরাজীর্ণ বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। যে কোনো মুহূর্তে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় সময় পার করছেন এলাকাবাসী। 

জানা যায়, বুধবার দুপুরের পর থেকে হঠাৎ করেই কপোতাক্ষ নদে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় তা দশালিয়া এলাকায় পাউবো’র আধা কিলোমিটার বেড়িবাঁধে উপচে পানি প্রবেশ করে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আকস্মিক এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে এখানকার মানুষ। তাৎক্ষণিকভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধে মাটি দিয়ে উঁচু করা হয়েছে। তবে যে কোনো সময় বাঁধ ভেঙে নোনা পানি ভাসিয়ে নিয়ে যেতে পারে ঘরবাড়ি, মাছের ঘের, ফসলি জমি। 

পানি উন্নয়ন বোর্ডের সেকশন কর্মকর্তা সেলিম মিয়া বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ভাঙনে প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর