ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নানা পন্থায় ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছে। শহরের মার্কেট বিপনীগুলোতে হাজার হাজার মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
গণপরিবহন ও দূর পাল্লার গাড়ি বন্ধ থাকার পরও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে নানা পন্থায় বাড়ি ফিরছে মানুষ। এতে লকডাউন কার্যকর করতে সরকারি নিষেধাজ্ঞা কোন কাজেই আসছেনা।
এদিকে টাঙ্গাইলে মার্কেট ও শপিংমলগুলো সামাজিক দুরত্ব বজায় রাখার শর্তে খুলে দিলেও মানুষ মানছেন না কোন নিষেধাজ্ঞা। জীবাণুনাশক স্প্রে টেনেলের মধ্যদিয়ে গাদাগাদি করে মার্কেটে ঢুকছে। রাস্তায় হাজার হাজার মানুষের ভিড়।
অপর দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়ক দিয়ে মানুষ ঈদ যাত্রায় ঘরে ফিরছে। গণপরিবহন না থাকায় সিএনজি চালিত অটোরিক্সা, ভান, প্রাইভেট কার ও খোলা ট্রাকে করে বাড়ি ফিরছে। এতে করে রাজধানী ছাড়তে সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তা অকার্যকর হয়ে পড়েছে। ঘরমুখো মানুষ বলছে পরিবারের সাথে ঈদ উৎসব পালন করেতই কষ্ট করে হলেও বাড়ি ফিরছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ