শিরোনাম
২ জুন, ২০২০ ১০:৪৩

টেকনাফ স্থলবন্দরে গতমাসে ৮ কোটি টাকার রাজস্ব আদায়

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফ স্থলবন্দরে গতমাসে ৮ কোটি  টাকার রাজস্ব আদায়

কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে গত মে মাসে মিয়ানমার থেকে পিয়াজ আমদানির পাশাপাশি ছোলা, আদা, শুঁটকি ও হিমায়িত মাছ আমদানি করা হয়েছে। এতে করে ৭ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৫ কোটি ৫৫লাখ ৫৬হাজার টাকা কম।

মঙ্গলবার (২জুন) রাজস্ব আদায়ের এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন।

তিনি বলেন, ২০১৯-২০ অর্থ বছরের গত মে মাসে ১৫০টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৭ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। এ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকা। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৫ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার টাকা কম আদায় হয়েছে। এতে মিয়ানমারের পণ্য আমদানি হয়েছে ৩৪ কোটি ৯২ লাখ ৩৪ হাজার টাকার।
এছাড়া গত মাসে শাহপরীর দ্বীপ করিডোরে ১ হাজার ২৮১টি গরু, ৮৫৩টি মহিষ আমদানি করে ১০ লাখ ৬৭ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
অপরদিকে মিয়ানমারে রফতানি হয়েছে ২৭টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ৮৫ লাখ ৫২হাজার টাকার দেশীয় পণ্য। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর