চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ চাপায় লিয়াকত আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ-আড়ঙ্গবাজার এলাকায় হাজীগঞ্জ-কচুয়া সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত লিয়াকত আলী পাতানিশ পূর্বপাড়া খাঁন বাড়ির মৃত আম্বর আলীর ছেলে। এঘটনায় পিকআপের হেলপার গুরুতর আহত হয়েছে। পুলিশ নিহতের মরদেহ ও পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে লিয়াকত আলী বাড়ি থেকে নাস্তা খাওয়ার উদ্দেশ্য পাতানিশ-আড়ঙ্গবাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কাভার্ডভ্যানকে সাইট দিতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধকে চাপা দেয়। পরে গাছের সাথে ধাক্কা লাগে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হয় পিকআপের হেলপার।
স্থানীয়রা লিয়াকতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চালক তার সহকারীকে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য লিয়াকত আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
হাজীগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ জানান, নিহতের মরদেহ ও পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার