গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন পোশাক কারখানার শ্রমিকরা। ফলে সোমবার পর্যন্ত এ উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ শত ৬০ জন। করোনায় আক্রান্ত হয়ে কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর হাজেরা খাতুন (৫২) সহ পাঁচ জনের মৃত্যু হলেও স্বাস্থ্য বিধি মেনে চলছেন না কেউ।
উপজেলা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসেন পক্ষে কেউ কোন প্রচারণা ও স্বাস্থ্য বিধি মেনে চলার তাগিদ দিচ্ছেন না। ফলে এ উপজেলায় মৃত্যুর মিছিলে নতুন নতুন নাম যোগ হচ্ছে। দিন দিন আক্রান্তের সংখ্যাও বেড়ে যাচ্ছে।
এলাকাবাসী ও স্বাস্থ্য কর্মকর্তারা জানান, উপজেলার মৌচাক, সফিপুর, চান্দরা এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় শ্রমিকের আনাগোনা দিনে রাতে চলছে। ফলে সাধারণ মানুষের চেয়ে শ্রমিকের মধ্যে করোনা ভাইরাস দিন দিন ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
চন্দ্রা বাজারের ব্যবসায়ী সজল মাহমুদ জানান, মানুষ সচেতন হয়েও অসচেতনতার কাজ করছে। অনেকেই মাস্ক ও হাত মোজা পড়ছে না। গাদাগাদি করে দোকানে গিয়ে কেনাকাটা করছেন। এতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা প্রবীর কুমার সাহা জানান, আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমাদের সর্তক হয়ে চলাফেরা করতে হবে। এ উপজেলায় করোনা পজেটিভ হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল