পটুয়াখালীর গলাচিপা উপজেলার বুড়া গৌরাঙ্গ নদীর চরমহিউদ্দিনে স্লুইসঘাট এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে জেলেরা। রবিবার রাতে এ লাশ উদ্ধার করা হয়। গলাচিপা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাতে স্থানীয় দুই জেলে বুড়াগৌরাঙ্গ নদীতে মাছ শিকার করছিল। এসময় তারা নদীতে ভাষমান অবস্থায় একটি লাশ দেখে তীরে নিয়ে এসে লোকজন খবর দেয়। এলাকার কেউ লাশটি চিনতে না পেরে পুলিশে খবর দিলে গলাচিপা থানার পুলিশ লাশটি উদ্ধার করে। জানাগেছে, বৃদ্ধের গায়ে হাফ হাতার সাদা গেঞ্জি ও পড়নে গামছা ছিল।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, রবিবার রাতে চরবিশ্বাস ইউনিয়নের চর মহিদউদ্দিনের স্লুইস ঘাট এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ পাওয়ার খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত মৃত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল