চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার রেড জোন ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে লকডাউন চলছে। লকডাউন এলাকায় সরকার ২১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার দর্শনার দুটি ওয়ার্ডে সরকারি নিয়ম অনুযায়ী লকডাউন চলতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ৫ ও ৭ নম্বর ওয়ার্ড রেড জোন হওয়ায় জেলা প্রশাসন ১৭ জুন বিকাল ৫টা থেকে ওই এলাকাকে লকডাউন হিসাবে ঘোষণা দেয়। ৫ নম্বর ওয়ার্ডের পরানপুর গ্রামের রিফিউজি কলোনি ও ৭ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকা রেড জোনের আওতায় রয়েছে।
এসব এলাকায় স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়ম মেনে লকডাউন কার্যকর করতে কাজ করছে উপজেলা প্রশাসন ও দর্শনা থানা পুলিশ। দুটি ওয়ার্ডের সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে দিচ্ছে না প্রশাসন।
বিডি প্রতিদিন/আল আমীন