বগুড়ার কাহালু উপজেলায় মসজিদের জন্য বরাদ্ধকৃত সরকারি অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার নিজ কার্যালয়ে মসজিদের সভাপতি/ইমামদের হাতে বরাদ্ধকৃত অর্থ হস্তান্তর করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ধর্ম মন্ত্রণালয় কতৃক বরাদ্দকৃত পাঁচ হাজার টাকা উপজেলার ৫৪০টি মসজিদের জন্য হস্তান্তর করা হয়েছে। এসময় তিনি উপজেলাবাসীকে স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।
উল্লেখ্য, সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত