মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেছে সেনাবাহিনী। আজ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন।
দিনব্যাপী এ ক্যাম্পে সেনাবাহিনীর ৫ জন ও ৩ জন বেসামরিক চিকিৎসক ৩ শতাধিক গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করেন।
ক্যাম্প পরিচালনা করেন ২ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ ও ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল এম এম আলমঙ্গীর এছাড়া ক্যাম্পের পরিচালনায় ছিল ৫৫ পদাতিক ডিভিশনের জুনিয়র টাইগার্স ও ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্স।
সহযোগীতায় ছিলেন কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি ও পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ ওরফে জিরা। ক্যাম্পেইন শেষে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সকলকে বিশেষ অনুরোধ জানানো হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর