কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতের ভেতর অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। ঘটনার পর যুবককে ফেরত চেয়ে বিজিবি পত্র দিলে সোমবার দুপুরে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিএসএফ যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে।
প্রত্যক্ষদর্শী সূত্র ও ওই সীমান্তের আবু সায়েদ আলী জানান, গত রবিবার গভীর রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ৯২৯ এর পাশ দিয়ে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদাহরিদাস এলাকায় গোরকমন্ডল গ্রামের শাহ-আলম আলী (২২) নামের এক যুবক প্রবেশ করে। এসময় টহলরত খারিদাহরিদাস ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে বিজিবি যুবককে ফেরত চেয়ে বিএসএফকে পত্র প্রেরণ করলে সোমবার পতাকা বৈঠকে তাকে ফেরত দেয়া হয়।
এতে বিজিবির পক্ষে নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় ও ভারতের পক্ষে ইন্সপেক্টর শুশীল কুমার মিটিং এ নেতৃত্ব দেন। আটক যুবক উপজেলার নাওডাঙ্গা ইউনিনের সীমান্তবর্তী গোরকমন্ডল গ্রামের হোসেন আলীর ছেলে।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের কাছ থেকে ফেরত যুবককে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল