বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী।
বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে রাজবাড়ী জেলার কেন্দ্রীয় শহীদ মিনার, মসজিদ, গীর্জা, মন্দির, ও ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে বনজ, ফলজ ও ভেজষ বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, এ্যাড. গণেশ নারায়ন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল আজম মামুন, সাংগঠনিক সম্পাদক প্রদিপ্ত চক্রবর্তি কান্ত, অষিম কুমার পাল, প্রচার সম্পাদক এ্যাড. শফিকুল হোসেন, সদস্য আব্দুল সালাম মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. উজির আলী শেখ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সফি, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এরশাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন