জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী দিনাজপুর জেলায় গর্ভবতী মা ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ বিতরণ করেছে। মঙ্গলবার সামাজিক দূরত্ব বজায় রেখে দিনব্যাপী দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গনে প্রায় ২‘শ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ওষুধ বিতরণসহ করোনার নমুনা টেস্ট করা হয়।
গত ২৬ মার্চ থেকে এসব কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে মঙ্গলবার দিনাজপুর সদরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
চিকিৎসা ক্যাম্পের নেতৃত্ব দেন ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. হাসমত উল্লাহ খান। চিকিৎসকদের মধ্যে ছিলেন মেজর রাফিয়া সুলতানা, স্ত্রী রোগ ও ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ লে. কর্ণেল আফরোজা আক্তার, শিশু বিশেষজ্ঞ এবং মেডিকেল অফিসারবৃন্দ ক্যাপ্টেন জারিফ হোসাইন খান এবং ক্যাপ্টেন দিলরুবা ইয়াছমিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার