নাটোরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাে কান্দিভিটায় দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান এক মিনিটি নিরবতা পালন দোয়া ও মোনজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, প্রমূখ। আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ মহিলা আওয়ামী লীগসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। করোনাভাইরাস সংক্রমণ কালে সীমিত পরিসরে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার