বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁওয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এ রান্না করা খাবার বিতরণ করা হয়। একইসঙ্গে তাদের মাঝে মাক্সও বিতরণ করা হয়।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বাবুল ওমর বাবুর উদ্যোগে আয়োজিত খাবার ও মাক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুসহ তার পরিবার এবং করোনায় আক্রান্ত হয়ে যারা শহীদ হয়েছেন সকলের জন্য দেশবাসীর নিকট দোয়া চান অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল।
এসময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম