চাঁদপুরে পুলিশ-স্বাস্থ্যকর্মীসহ আরো ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরে ৩ জন, শাহারাস্তিতে ৩ জন ও হাইমচরে ১ জন রয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে মঙ্গলবার দুপুরে জানা যায়, ২৮টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭টি পজেটিভ, বাকিগুলো নেগেটিভ। চাঁদপুর সদরের পজেটিভরা হলেন নৌ-পুলিশের এক সদস্য (৩৪), ট্রাক রোডের এক স্বাস্থ্যকর্মী (৩০) ও ব্যাংক কলোনীর এক বৃদ্ধ (৬০)।
বিডি প্রতিদিন/আল আমীন