কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি-মজিদপুর সড়ক বেহাল। এতে জনদুর্ভোগ চরমে গিয়ে পৌঁছেছে। সড়কটি বিগত কয়েক বছর ধরে সংস্কার না করায় সড়কের পিচ ঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে এই সড়ক দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়ে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
এসব গর্তের কারণে সিএনজি চালিত অটোরিকশার ভাড়াও দ্বিগুণ গুণতে হচ্ছে যাত্রীদের। এছাড়াও গর্তের কারণে অটোরিকশার নাট-স্ক্রু খসে পড়ছে।
এই সড়কের পাশে রয়েছে মজিদপুর উচ্চ বিদ্যালয়, মজিদপুর পূর্ব ও মজিদপুর পশ্চিম দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, সরকারি হাসপাতাল, কৃষি অফিস, পোস্ট অফিস ও একটি গ্রামীণ বাজার। এছাড়াও এই সড়ক দিয়ে যাতায়ত করে মজিদপুর, কাকিয়াখালি, মোহনপুর, বালুয়াকান্দি ও শাহপুর গ্রামের একাংশসহ পাঁচ গ্রামের ১৫ হাজার মানুষ।
সড়কে যাতায়তকারীরা জানায়, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্কুলে পড়ুয়া শিক্ষার্থীসহ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং জরুরী রোগী নিয়ে উপজেলা সদরে যাওয়া আসা করতে চরম দুর্ভোগে পড়তে হয়।
মজিদপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী যাতায়াতে খুব অসুবিধা হয়। সড়কের এমন অবস্থার কারণে শহরের চাকরীজীবীরা তাদের ছেলে মেয়ে নিয়ে গ্রামে আসতে চায় না।
উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মুহীব উল্লাহ বলেন, কড়িকান্দি-মজিদপুর সড়কের তিন হাজার ৩৩২ মিটার সংস্কারের জন্য এক কোটি ২০ লাখ টাকার ইস্টিমেট দেওয়া হয়েছে। অ্যাপ্রোভও হয়েছে। আশা করি চলতি অর্থ বছরে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল