নেত্রকোনার কলমাকান্দা রংছাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর যুবলীগ সম্পাদক আব্দুর রাজ্জাকের (৩৫) নিজ ঘরে ফ্যানের তার লাগাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। বাড়ির লোকজন তাকে দ্রুত কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।
জানা গেছে, সকালে নিজ ঘরের বৈদ্যুতিক পাখায় তার সংযোগ দিচ্ছিলেন। এসময় ছেড়া তারে জড়িয়ে গেলে নিচে পড়ে যান। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি মো. মাজাহারুল করীম জানান, আমিও ফেইসবুকে দেখেছি সংবাদটি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন