মানববন্ধন কর্মসূচিতে বৃহত্তর টাঙ্গাইল অঞ্চলের বিড়ি শ্রমিকদের উপর পুলিশী লাঠি চার্জ ও হামলার প্রতিবাদে ফের মানববন্ধন করেছে নেতারা। বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দর দাবি শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ এই হামলা করে।
বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে কয়েক হাজার বিড়ি শ্রমিক অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি নুর তাজ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও সদস্য মাহমুদুল হাসান প্রমুখ।
উল্লেখ্য গত মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার খুদিরামপুর বাইপাসে মানববন্ধন কর্মসূচি পালনকালে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশী লাঠি চার্জ ও হামলার প্রতিবাদ জানায় শ্রমিকনেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল