ফরিদপুরের নগরকান্দার ৪নং ফুলসুতি ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ফুলসুতি ইউনিয়ন পরিষদ মিলনায়তন কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।
ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব জুলফিকার হোসেন। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
২০২০-২০২১ অর্থ বছরের জন্য বাজেটে ৯৭ লক্ষ ৭৭ হাজার ৫০৯ টাকা আয় এবং ৯৪ লক্ষ ৩৬ হাজার ৪৭২ টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৩ লক্ষ ৪১ হাজার ৩৭ টাকা। আগামী অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি উন্নয়ন ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবাহ, পয়ঃনিষ্কাশন ও বাল্যবিবাহ বন্ধসহ সামাজিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ