ফরিদপুরের চরভদ্রাসনে সদর বাজারের বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চৌকি পেতে রাখা স্থান দখলমুক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক না থাকায় ও অন্যান্য অপরাধে বিভিন্ন জনকে ২৪ শত টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।
তিনি জানান, যার যার দোকনের সামনে চৌকি পেতে সড়ক দখল করে ব্যবসা করে আসছিল বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা। ফলে বাধাগ্রস্ত হচ্ছিল যান চলাচলসহ সামাজিক দূরত্ব বজায় রেখে জনসাধারণের চলাচল। দীর্ঘদিনের এ সমস্যা নিরসনে বারবার তাদের সতর্ক করলেও ব্যবসায়ীরা তা মানছিলেন না। তাই অভিযানের মাধ্যমে চৌকি অপসারণ করে সড়ক দখলমুক্ত করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/আরাফাত