ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুর এলাকায় মঙ্গলবার বিকেলে ট্রাক চাপায় মোহাম্মদ ইব্রাহিম নামে এক চাতাল শ্রমিক নিহত হয়েছেন। তিনি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
উপজেলার মৈশাইর গ্রামের নায়ের আলীর ছেলে ইব্রাহিম অটোরাইস মিলের শ্রমিক হিসেবে কমর্রত ছিলেন। এ সময় মৈশাইর গ্রামের অটোরিকশার অপরযাত্রী কাদির মিয়ার ছেলে আব্বাস মিয়া আহত হয়েছে। আহত আব্বাসকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আশুগঞ্জ থেকে যাওয়া ধানবোঝাই একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে অটোরিকশা থেকে ছিটকে পড়েন ইব্রাহিম ও আব্বাস। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার