বাগেরহাট-খুলনা মহাসড়কের শ্রীঘাট এলাকায় দুর্ঘটনায় শেখ ইব্রাহিম হোসেন (৪৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। রাজমিস্ত্রি ইব্রাহিম দুপুরে বাড়ি থেকে বের হয়ে বাগেরহাট শহরের আসার পথে একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইব্রাহিম বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট গ্রামের শেখ সাদেক আলীর ছেলে।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) চন্দ্র শেখর রায় জানান, দুপুরে রাজমিস্ত্রি ইব্রাহিম মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাগেরহাট-খুলনা মহাসড়ক দিয়ে বাগেরহাট শহরের দিকে আসছিলেন। শ্রীঘাট এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে বিকালে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার