ঝিনাইদহের কোটচাঁদপুর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদনান নামে ৩ বছরের প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। সে কোটচাঁদপুর শহরের সরকারি কলেজ পাড়ায় শরিফুল ইসলাম ঝন্টুর ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, বুধবার সকালে শিশু আদনান ঘরের বিদ্যুতের সুইজ বোর্ডের প্লাগে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় শিশুটির চিৎকারে তার মা এসে শিশুটিকে ছটফট করতে দেখে। দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার