প্রায় চার লাখ টাকার জাল নোটসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা ছাড়াও একটি চক্র আসছে কোরবারি ঈদের হাট বাজার ঘিরে জাল টাকা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসপি জানান, গ্রেফতার ব্যক্তিরা ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল ও মাদারীপুর জেলার বাসিন্দা।
এদিকে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২০৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে বলে জানান তিনি।
এতে জানানো হয় সোমবার দুপুরে ডোমার বাজারে খরচ করতে আসা সাদ্দাম নামে এক ব্যক্তি দোকানীকে এক হাজার টাকার নোট দেন। নোট নিয়ে দোকানীর সন্দেহ হলে এক পর্যায়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ সময় পুলিশ এসে তার কাছে জাল দুটি এক হাজার টাকার নোট উদ্ধার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলা শহরের চকবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জাল ৩লাখ ৮৫হাজার ৬’শ টাকা, জাল টাকা বিক্রির ২৩হাজার ৬৪০ এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল জেলার কাতলীতরগঞ্জ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ সাদ্দাম(২৫), ময়মনসিংহ জেলার গৌড়িপুর এলাকার আক্কাস আলীর ছেলে শামসুল(২৯) ও নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম(২৮), মাদারীপুর জেলার ছয়না এলাকার হাবিব খাঁ এর ছেলে সাইদুল খাঁ(৩১) এবং ঢাকা জেলার যাত্রাবাড়ি এলাকার আব্দুল আউয়ালের ছেলে মাসুম মিয়া (২৮)।
এসপি বলেন, গ্রেফতার ব্যক্তিরা ঢাকায় একজনের কাছ থেকে লাখ প্রতি ৩০হাজার টাকার বিনিময়ে জালনোট সংগ্রহ করে এবং গ্রামে গঞ্জে হাটে বাজারে বেচাকেনার ভীড়ের জাল নোট ভাঙ্গিয়ে আসল টাকা সংগ্রহ করে।
এদিকে মঙ্গলবার রাতে সৈয়দপুর শহরের বাইপাস সড়কের সানি অটো রাইস মিল এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কেএম আজমীরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০৫বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় একটি প্রাইভেট কারও জব্দ করে ডিবি পুলিশ।
এসপি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকে ওৎ পেতে থাকাবস্থায় একটি প্রাইভেট কারের দুই ব্যক্তি আরেক জনের কাছে ফলের কার্টুনের মাধ্যমে ফেন্সিডিল হস্তান্তর করছিলেন। এমন সময় তাদের গ্রেফতার করা হয়।
দিনাজপুর জেলার ফুলবাড়ি থেকে ফেনসিডিলগুলো আনা হয়েছিল বলে জানান এসপি।
বিডি প্রতিদিন/এ মজুমদার