গাজীপুরের শ্রীপুর পৌরসভার আলহাজ ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন নাহীন (৪৪) করোনা উপসর্গ নিয়ে বুধবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তার ভাই অ্যাডভোকেট বাহাদুর জানান, তিনি ঠান্ডাজনিত কাশি, জ্বরসহ করোনা উপসর্গে ভুগছিলেন। গত প্রায় পাঁচদিন আগে তাকে ওইসব উপসর্গসহ ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল থেকেই করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। এখনও করোনা পরীক্ষার ফলাফল হাতে পৌঁছেনি।
বিডি প্রতিদিন/আল আমীন